সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিয়েচেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান। দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, করোনা খালেদা জিয়াকেও ছাড় দেয়নি। তাই এ মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে দোষারোপের রাজনীতি পরিহার করুন। বিএনপি দীর্ঘদিন অপরিপক্ব ও অপরাজনীতির চর্চা করে এখন সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হক।উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা।
এমকে