মন্তব্য
চলতি বছর ১ এপ্রিল জাপানে মোট শিশুর সংখ্যা ছিল ১ কোটি ৪৯ লাখ ৩০ হাজার। একবছর আগের তুলনায় শিশুদের সংখ্যা জাপানে ১ লাখ ৯০ হাজার কমেছে।
১৪ বছর পর্যন্ত যাদের বয়স, জাপানে তারা শিশু হিসেবে গণ্য। ১৪ বছরের বেশি যাদের বয়স হয়েছে এই তালিকার বাইরে তারা চলে গেছে।
জাপানে মোট জনসংখ্যায় শিশুদের হারের হিসাবের দিক থেকেও ৪৭ বছর ধরে পতন চলছে । এ হার এখন মাত্র ১১ দশমিক ৯ শতাংশ।
রয়টার্স