মন্তব্য
জাপানে করোনা মহামারির মধ্যে পর্যটকদের আকৃষ্ট করতে ও সৈকতের শোভা বাড়াতে ৪৩ ফিটের একটি স্কুইডের মূর্তি বানানো হয়েছে।
যেটি তৈরি করতে খরচ হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫০০ মার্কিন ডলার; যার পুরোটাই ত্রাণের তহবিল ছিল।
করোনার বরাদ্দকৃত ত্রাণের টাকা দিয়ে নির্মিত ভাস্কর্যটি জাপানের নোটো শহর কর্তৃপক্ষকে সমালোচনায় ফেলেছে।
নিউ ইয়র্ক টাইমস ও ইউএসএ টুডে