মন্তব্য
একটি লাইভ অনুষ্ঠানে মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছিলেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগিনস।
কিন্তু তার পোষা কুকুর খেলাচ্ছলে বিভিন্নভাবে তাকে বিরক্ত করতে থাকে। কখনও তার হাত কামড়ে ধরছে, কখনও কোর্টের প্রান্ত ধরে টানছে, কখনও তাকে ধাক্কা দিচ্ছে।
তবে তিনি বক্তব্যে এতটাই মনোযোগ দিয়েছেন যে, কুকুরটি তার মনোযোগ নষ্ট করতে পারেনি বা তিনি রাগান্বিতও হননি।
টিআরটি ওয়ার্ন্ড