বিল গেটস-মেলিন্ডার বিচ্ছেদে দায়ী নন ঝি শেলি ওয়াং

০৭ মে ২০২১

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০১৫ সালে একজন অনুবাদক হিসেবে যোগ দেন ঝি শেলি ওয়াং (৩৬)।  বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণা আসার পর বলা হতে থাকে, শেলি ওয়াংয়ের সঙ্গে বিল গেটসের অন্তরঙ্গতা এই দম্পতির বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে। 

তবে এসব কথাকে গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দেন ঝি শেলি ওয়াং। বলেন, বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের জন্য আমি কোনোভাবেই দায়ী নই। বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক।

শেলি ওয়াং বলেন, শুরুতে তিনি মনে করেছিলেন, গুজবটি এমনিতেই সময়ের সঙ্গে উবে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে শুরু করে। এমন প্রেক্ষাপটে তিনি বিবৃতি দিতে বাধ্য হয়েছেন।


মন্তব্য
জেলার খবর