হাসপাতাল বানাচ্ছেন গায়িকা

০৭ মে ২০২১

বলিউডের গায়িকা পলক মুচ্ছাল। টুইট করে ‘মেরি আশিকি’ গায়িকা লিখলেন, ‘আমার স্বপ্নের দিকে বড় পা রাখলাম আজ। তাই আপনাদের সকলের আশীর্বাদ চাই।’

তার স্বপ্ন ছিল দেশের দুস্থদের জন্য নিজের খরচে হাসপাতাল বানাবেন। আর এই অতিমারি পরিস্থিতিতে হাসপাতালের প্রয়োজন সব থেকে বেশি।

তার পোস্ট থেকে জানা গেল, হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়ে গেছে। এই হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করানো হবে গরিব মানুষদের।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর