মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ

০৭ মে ২০২১

করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে মিশরে। এ কারণে দেশটিতে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সকল দোকান, শপিংমল, রেস্টুরেন্ট, ক্যাফে ও সিনেমা হল রাত ৯টার পর বন্ধ করতে হবে। তবে হোম ডেলিভারি সেবা চালু থাকবে। সব ধরনের সামাজিক ও ক্রীড়া কমেপ্লেক্স, ক্লাব, হোটেল, রেস্টুরেন্টে অনুষ্ঠান আয়োজন বা জনসমাগম নিষিদ্ধ। কোথাও কনসার্ট বা বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা যাবে না।

আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।

আরব নিউজ

 


মন্তব্য
জেলার খবর