আক্রান্তের তিন সপ্তাহের পর করোনামুক্ত হযেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে তার। বৃহস্পতিবার (৬ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি প্রধান।
এর আগে একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন। করোনার কোভিডোত্তর যেটাকে পোস্ট কোভিড জটিলতা বলা হয়, সেই জটিলতা কিন্তু মাঝে মাঝে টার্ন নেয় বিভিন্ন দিকে।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ১১ এপ্রিল তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
এমকে