আগের কার্যদিবসের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৮৭ কোটি টাকা। বেড়েছে বাজার মুলধন, ১১১ কোটি ৩০ লাখ ৪৬ হাজার টাকা। আর সিংহভাগ শেয়ারের দর বাড়ায় উত্থান দেখা গেছে সবগুলো সূচকের। ৩৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির, অপরিবর্তিত ছিল বাকি ৬০টির।
লেনদেন হয় এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন ছিল এক হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকার। বৃহস্পতিবার ৫০ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৩৯৪টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে।
প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ দশমিক ০১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫২ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ দশমিক ২৮ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৭৭ হাজার ৬৫৬ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল লুব রেফ বাংলাদেশ লিমিটেড।
এমকে