মন্তব্য
মৃত্যুর ২৪ বছর পরেও আলোচনায় ব্রিটিশ রাজপরিবারের রাজবধূ প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি নিলামে ওঠে তার ব্যবহৃত একটি সাইকেল।
৪৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে সাইকেলটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৮৭ হাজার ৪৯৭ টাকা।
গত সপ্তাহে লন্ডনের ইস্ট সাসেক্সে ডায়ানার ব্যবহৃত ১৯৭০-এর দশকের ওই রালে ট্রাভেলার লেডিস বাইকটি নিলামে তোলা হয়।
রয়টার্স