জনপ্রতিনিধিদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ

০৮ মে ২০২১

দেশে করোনা মোকাবিলায় সবর্ত্র করোনা সম্পর্কিতি স্বাস্থ্যবিধি প্রতিপালনে স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাদের আরো সক্রিয় হতে নির্দেশনা দেয়া বলেছে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে এ বিষয়ে  নজরদারি বাড়াতে। সম্প্রতি চিঠি দিয়ে এ নির্দেশনা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ চিঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এর আগে এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ।  চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গোপনীয় প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে হাট-বাজারসহ বেশি জনসমাগম স্থল, রোহিঙ্গা ক্যাম্প, বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় বসবাসরত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরো সক্রিয় করতে  বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর