বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতি দেয়ার ওপর। এমনটাই জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৭ মে) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ডা. জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ'তে চিকিৎসা নিচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিক্যাল বোর্ডের দেয়া চিকিৎসা এখনও অব্যাহত আছে। তিনি জানান, তার বিদেশ যাওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকার কীভাবে তাকে যাওয়ার অনুমতি দেবে, সেটি এখন তাদের বিষয়। সরকারের অনুমতি পাওয়ার পর মেডিক্যাল বোর্ডে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান ডা. জাহিদ।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে গত ১১ এপ্রিল করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তার।
এমকে