মন্তব্য
বলিউড অভিনেত্রী গওহর খানের পায়ের মধ্যে ভারী ফটো ফ্রেম পড়ে গিয়ে প্রায় থেঁতলে গেছে চার আঙুল। পায়ে না পড়ে মাথায় পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে দুর্ঘটনার বিষয়টি নিজেই জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পায়ের ছবি শেয়ার করে গওহর লেখেন, আমি এতটাই উত্তেজনায় ভরপুর ছিলাম যে ওই ভারি ফ্রেমটা পায়ের উপর পড়ে যায়। আমার আঙুল…উফফফ।’