বছরে পানির স্তর নামছে ১-৩ মিটার

০৮ মে ২০২১

দৈনন্দিন চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনে প্রতি বছর ঢাকায় পানির স্তর নেমে যাচ্ছে এক মিটার থকে ৩ মিটার। এভাবে গেলো ৫০ বছরে পানির স্তর নেমেছে প্রায় ৭০ মিটার। ২০৩০ সালে শুধু ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা হবে ৫০০ কোটি লিটার। সারা দেশে এ চাহিদার পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার কোটি লিটার। পানির স্তর নেমে যাওয়া ঠেকাতে ভূপৃষ্ঠের পানি ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

পানি উন্নয়ন বোর্ডের জরিপ বলছে,  সারা দেশে গৃহস্থালী ও খাবার পানির চাহিদার ৯৪ শতাংশই পুরন হয় ভূগর্ভস্থ পানি থেকে। বোরো মৌসুমে সেচের পানির ৭৫ ভাগের উৎসই  ভূ-গর্ভস্থ পানি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, দেশে ব্যবহৃত মোট  পানির প্রায় ৭৯ শতাংশ ভূগর্ভস্থ ও ২১ শতাংশ ভূপৃষ্ঠের।  ৯০ ভাগ পানি ব্যবহার হয় কৃষি ও সেচ এবং শিল্প কারখানায়।

এদিকে আবাদের সেচে নদী ও খাল-বিলের পানির ব্যবহার বাড়াতে ৮ হাজার ৭২২ কিলোমিটার খাল পুণ:খনন করেছে বিএডিসি। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছে, মহানগর ও সিটি করপোরেশন এলাকায় মানুষের সুপেয় পানির চাহিদা মেটানোর জন্য নদীর পানি শোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর