আমার বাবার চারবার বিয়ে হয়েছে : পূজা

০৮ মে ২০২১

 বলিউড অভিনেত্রী পূজা বেদি বলেন, যখন আপনার ডিভোর্স হয়, এই ‘ডিভোর্স’ শব্দটি সঙ্গে সামাজিক অ্যাটাচমেন্ট থাকে। প্রায় ১৮ বছর আগে আমার ডিভোর্স হয়। তখন বিষয়টা বেশ সাংঘাতিক ছিল, ডিভোর্স এবং তারপর এগিয়ে যাওয়ার গোটা ব্যাপারটা। কে তোমায় বিয়ে করবে? বাচ্চার কথা ভাবো, নিজের কথা ভাবছো কেন শুধু? তুমি কীভাবে আর ভালবাসা পাবে? কে তোমায় বিয়ে করবে? তুমি একা, ডিভোর্সি, তোমার একটা ব্যাগেজ রয়েছে। আমার সন্তানকে বলা হতো ব্যাগেজ। আমার তা মনে হতো, না! ওরা আমার সম্পত্তি।’

পূজা নিজের বাবা কিরণ বেদিকে উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন, আমার কাছে বেড়ে ওঠার বিষয়টা একেবারে অন্য ছিল। আমি ডিভোর্সড পরিবারে বেড়ে উঠেছি, এটা জেনেই যে হ্যাঁ, আপনি আবার প্রেম খুঁজে পেতে পারেন এবং তা বার বার। আমার বাবার চারবার বিয়ে হয়েছে।

টিভি ৯ বাংলা


মন্তব্য
জেলার খবর