ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে নিজেদের বাড়ির একটি বসতঘর থেকে রাহুল হাওলাদার (২৪) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশসহ পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শুক্রবার (২৮ জানুয়ারি) পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। রাহুল ওই পাড়ার মৃত পিন্টু হাওলাদারের ছেলে। সে ঢাকার বন্দরনগরী নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, রাহুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন । বিভিন্ন সময়ে তার চিকিৎসা করায় তার পরিবার। শুক্রবার সকালে নিজের ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে