মন্তব্য
তুরস্ক ও মিসরের আনুষ্ঠানিক কূটনীতিক বৈঠকে উভয়পক্ষের মাঝে 'অকপট' আলোচনা হয়েছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়।
এর আগে গত বুধবার তুরস্ক ও মিসরের কূটনীতিক প্রতিনিধি দলের মধ্যে কায়রোতে দুই দিনের এই বৈঠক শুরু হয়। তুর্কি পররাষ্ট্র উপমন্ত্রী সাদাত ওনাল ও মিসরীয় পররাষ্ট্র উপমন্ত্রী হামদি লোজা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিবৃতিতে বলা হয়, 'তারা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার সঙ্গে আঞ্চলিক বিশেষ করে লিবিয়া, সিরিয়া, ইরাক ও পূর্ব ভূমধ্যসাগরে শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন।'
আলজাজিরা