মন্তব্য
আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির বেশকয়েকটি প্রদেশে বন্যায় অন্তত ৭৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার তাণ্ডবে প্রায় আড়াই হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে।
তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এতে পথে নামতে হয়েছে অন্তত ৪৬০টি পরিবারকে।
আফগানিস্তান টাইমস ও আনাদেলু এজেন্সি