হেফাজতের তাণ্ডবে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

০৮ মে ২০২১

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেদ মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে কাউকে ছাড় দেয়া হবে না। শুক্রবার (৭ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতার উদ্দেশ্য ধর্ম নয়, অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই এর মূল উদ্দেশ্য।  আর নিষ্ঠুরতা, নৃশংসতা, বর্বরতা  হতে দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ। প্রসঙ্গত, গত ২৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হেফাজত ইসলামের স্থানীয় নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ।

এমকে


মন্তব্য
জেলার খবর