১৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

২৯ জানুয়ারী ২০২২

দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে আরও ১৪ জেলার তাপমাত্রা। আরও দুইদিন অব্যাহত থাকতে পারে এমন পরিস্থিতি। এরপর তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে তিন-চার দিন পর। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা। তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু আর ৮ থেকে ৬ ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে গণ্য করেন সংশ্লিষ্টরা

প্রাপ্ত তথ্য বলছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে- টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া,  বদলগাছি, রংপুর, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, তেতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল এলাকায়।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ছিল এ তাপমাত্রা। বিভাগীয় শহরের  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকা ১২ দশমিক ৬, ময়মনসিংহে ৯ দশমিক ৫,  চট্টগ্রামে ১৪ দশমিক ৮, সিলেটে ১০, রাজশাহীতে  ৮ দশমিক ৯, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১০ দশমিক ৮ এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর