মূলধন বাড়ায় দূর হচ্ছে আস্থা ও তারল্য সংকট

০৮ মে ২০২১

করোনার বিস্তার রোধে চলমান বিধিনিষেধের (‘লকডাউন’) মধ্যেও ধারাবাহিকভাবে বাজার মূলধন বাড়ায় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে দূর হচ্ছে আস্থা ও তারল্য সংকট, চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার। গেলো চার সপ্তাহে ডিএসইতে বাজার  মূলধন বেড়েছে ১৮ হাজার ৪১৭ কোটি টাকা। আগের তিন সপ্তাহে বেড়েছিল ১১ হাজার ৪৭৩ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন বিনিয়োগকারীদের পড়ে থাকা ২১ হাজার কোটি টাকার ফাণ্ড  পুঁজিবাজারে আসছে শিগগিরই। আর এখন থেকে বণ্ডে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা।  এ কারণে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে বাজার।

গেল সপ্তাহে  বাজার মূলধন বেড়েছে প্রায় সাত হাজার কোটি টাকা। লেনদেনের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই  ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। ব্যাংক,বিমা এবং মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম বৃদ্ধির কারণে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ে। এতে  হারানো ৭ হাজার কোটি টাকা পুঁজি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা । লেনদেন হয়েছে ৬ হাজার ৮০৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৬২১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২০৮ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১ হাজার ৪৮৫ কোটি টাকা। বাজার মূলধন ৬ হাজার ৯৪৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ৬৪৪ টাকা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৭৭ হাজার ৬৫৬ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকায়। লেনদেনে সম্পৃক্ত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৪টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৮টির।আগের সপ্তাহের চেয়ে  প্রধান সূচক ১২৬ পয়েন্ট, শরিয়াহ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্টে বেড়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর