টাকা ছাড়াই মিলছে ঈদের পোশাক!

০৮ মে ২০২১

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)

দোকানটি চালু করা হয়েছে ঈদ ঘিরেই। দোকানে রাখা হয়েছে নতুন পাঞ্জাবী, শার্ট, গেঞ্জিসহ বিভিন্ন রকমের পোশাক। দোকানে আগত শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ঘুরে ফিরে ও নাড়া-চাড়া করে দেখছেন এসব পোশাক। পছন্দ হলেই প্যাকেট করে দেয়া হচ্ছে, কোনো দাম পরিশোধ করতে হচ্ছে না পোশাকটি সংগ্রহে। ব্যতিক্রম এ দোকান চালু করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। পরিবার ও স্বজনদের বাইরে ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর, অসহায়, দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ নিয়েছেন মানবিক ব্যবসায়ী ও তরুন সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস, তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবী গার্মেন্টসের স্বত্বাধীকারী। তার প্রতিষ্ঠান থেকেই এসব পোশাক সরবরাহ করা হচ্ছে। তার এ উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে উপজেলাজুড়ে।

কুমারখালী শহরের গণমোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে মোবারক মার্কেটের এ দোকানটির নাম দেওয়া হয়েছে ‘ঈদ আনন্দ-মানুষের প্রতি ভালোবাসা’। এ দোকান থেকে একজন ব্যক্তি তার পছন্দ মতো একটি পোশাক ফ্রি নিতে পারবেন। শুক্রবার (৭ মে) বিকালে এ দোকানের উদ্বোধন করেন শাকিল আহমেদ তিয়াসের মা সুরাইয়া পারভীন।৩০ রমজান পর্যন্ত চালু থাকবে এ কার্যক্রম।

সরেজমিন দেখা যায়, দোকানে আগতদের বিনয়ের সাথে স্বাগতম জানাচ্ছে কিছু স্বেচ্ছাসেবক শিক্ষার্থী। সুবিধাভোগীদের কয়েকজন নাম প্রকাশ না করা শর্তে বলেন, করোনায় কাজ নেই। নতুন পোশাক কেনার টাকা নেই। এখান থেকে পছন্দ করে পোশাক নিয়েছি। নতুন পোশাক পেয়ে খুব খুশি লাগছে।

স্বেচ্ছাসেবকিরা জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তেমন কাজও নেই। তাই এমন ভালো কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তারা। উদ্যোক্তা শাকিল আহমেদ তিয়াস বলেন, নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ পরিপুর্ন হয় না। করোনায় কর্মহীন মানুষের জন্য পোশাক কেনা সম্ভব নয়। তাই ভিন্নরকম এমন আয়োজন করেছি। তিনি আরো বলেন, প্রত্যেক বিত্তবানেরই উচিৎ ছিন্নমূল মানুষের জন্য কিছু একটা করা। তিয়াসের মা সুরাইয়া পারভীন বলেন, আমার ছেলে সবসময় মানুষের কথা ভাবে। মানুষের জন্য চিন্তা করে। আমার ছেলের কার্যক্রমগুলো খুব ভালো লাগে। আমি চাই তিয়াস এমন কার্যক্রম চলমান রাখুক। এমন কাজে আমার সমর্থন থাকবে সব সময়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর