বিভিন্ন দেশ স্থগিত হওয়া আইপিএল শুরু করতে চায়

০৮ মে ২০২১

করোনাভাইরাসের তাণ্ডব ভারতে ভয়াবহভাবে শুরু হওয়ায় মাঝপথেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। কবে নাগাদ টুর্নামেন্টটি পুণরায় শুরু হবে সেটি কারও কাছেই স্পষ্ট নয়।

তবে টুর্নামেন্টের বাকী অংশ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডের কাউন্টি দলসহ আরও কিছু দেশ। 

সেই তালিকায় সর্বশেষ সংযুক্ত হলো শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করতে চায় শ্রীলঙ্কন ক্রিকেট (এসএলসি)। এমনটি নিশ্চিত করেছেন এসএলসির ম্যানেজিং কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা।

ইতোমধ্যে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা জানিয়েছে ইংল্যান্ডের চার কাউন্টি দল- এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার ও ল্যাঙ্কাশায়ার। তারা নিজেদের মাঠে আইপিএল আয়োজন করতে চায়।

আইপিএলের বাকী অংশ আয়োজনে বিভিন্ন দেশের আগ্রহ থাকলেও, বিসিসিআইর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি। এক সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরে নিজ দেশেই আইপিএলের বাকী অংশ আয়োজনের চিন্তা রয়েছে বিসিসিআই’র।

 


মন্তব্য
জেলার খবর