করোনার নতুন স্ট্রেন ভয়ংকর!

০৯ মে ২০২১

ভারতে করোনাভাইরাসের যে তিনটি স্ট্রেন পাওয়া গেছে তার মধ্যে একটি স্ট্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ।করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে করোনার এ নতুন স্ট্রেন বি.১.৬১৭.২ এ পরিস্থিতির জন্য দায়ী।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বিভাগ করোনাভাইরাসের ভারতীয় একটি স্ট্রেন বি.১.৬১৭.২ নিয়ে জানিয়েছে এটি অন্য দুটি স্ট্রেনের থেকে বেশি সংক্রামক এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। করোনার বি.১.৬১৭.২ স্ট্রেনকে বিওসি-২১এপিআর-০২ নাম দেওয়া হয়েছে। করোনার এ স্ট্রেন গত বছর ইংল্যান্ডে পাওয়া গিয়েছিল। এটি এখনও সক্রিয় রয়েছে।

পিএইচই জানিয়েছে, বিওসি-২১এপিআর-০২ এর আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে ২০২ থেকে ৫২০ হয়ে গেছে এবং বেশিরভাগ কেস সংস্পর্শ বা বিদেশে যাত্রার কারণে হয়েছে। করোনাভাইরাসের এ স্ট্রেন ছাড়া বি.১.৬১৭ ও বি.৬১৭.৩ এর উপর রিসার্চ চলছে।  বি.১.৬১৭ এর ৬১টি নমুনাসহ মোট ৫০০ নমুনার উপরে রিসার্চ চলছে।



 


মন্তব্য
জেলার খবর