মন্তব্য
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তেহাচাপি শহরে সিনডা মিকলস নামে এক নারীর বাড়িতে অন্তত ১৫টি পাখি ঝাঁপিয়ে পড়ে।
সিনডা মিকলসে মেয়ে সিয়ানা কুইন্টেরো বলেন, শকুনগুলো এখনো সরে যায়নি। তারা বাড়ির কাঠের চত্বরকে আবর্জনার ভাগাড় বানিয়ে রেখেছে।
বাড়িতে ডানাওয়ালা অনুপ্রবেশকারীদের তাড়াতে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন সিনডা মিকলস। শকুনগুলো বাড়িটি ছেড়ে কোথাও যেতে নারাজ।
ওয়াশিংটনপোস্ট ও বিবিসি