মন্তব্য
দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নিজেকে সফলভাবে উপস্থাপন করে আসছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তবে প্রথমবারের মতো অভিনয়ের খাতা খুললেন গায়িকা।
অভিনয় জগতে পা রেখেই নায়ক হিসেবে পেয়েছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। তাদেরকে জুটি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য ও নাটক নির্মাণে আলাদা প্রশংসা কুড়ানো ভিকি জাহেদ।
‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের পুরনো বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্র তৈরি করেছেন এই নির্মাতা। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনা। চলতি সপ্তাহেই এটি ইউটিউবে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের।