‘অক্সিজেনের চাইতে ধর্মের প্রয়োজন বেশি’

০৯ মে ২০২১

সম্প্রতি  ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াতের একটি মন্তব্য নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘ভারতে অক্সিজেনের চাইতে ধর্মের প্রয়োজন বেশি’। 

শনিবার একটি ছবি শেয়ার করে নিজের করোনা আক্রান্তের খরব জানিয়েছেন কঙ্গনা। তিনি জানান, কয়েক দিন ধরে ক্লান্ত অনুভব করছিলেন কঙ্গনা। শুক্রবার করোনা পরীক্ষা করেছেন তিনি। শনিবার ফলাফল পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে আছেন কঙ্গনা।

স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘জানি না কত দিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর