২৪ ঘণ্টায় ২১ করোনা রোগীর প্রাণহানি

২৯ জানুয়ারী ২০২২

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ২১ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১০৯ জন। ৩১ দশমিক ১০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা মোট  ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৩২৯ জন, আর ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন সুস্থ হয়েছেন।  নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩১।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ২৩০টি, পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৩৭৩টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী সাত জন। ১৮ জন সরকারি হাসপাতালে আর বাকি তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন তারা।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর