রান্নায় মন দিয়েছেন মালাইকা

০৯ মে ২০২১

সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়েন মালাইকা অরোরা। রান্না করেন ছেলের ইচ্ছে অনুযায়ী। মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে আরহান। আর মূলত ছেলের মুখের হাসি দেখতেই রান্না করতে এত ভালোবাসেন মালাইকা।

রান্নাটা তিনি যেমন তেমন ভাবে করেন না। এটা তার প্যাশনে পরিণত হয়েছে। রান্নাঘরে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং যেটা জানেন না, সেটা শিখে নেওয়ার ইচ্ছে আছে তার।

মালাইকা বলেন একদিন ছেলে স্কুল থেকে ফিরে তার কাছে অভিযোগ জানান, বন্ধুদের মায়েরা দারুণ রান্না করেন, তাহলে মালাইকা কেন পারেন না? এর পরেই রান্নায় মনোযোগ দেন কঙ্গনা। মালাইকার রান্নার তেলেসমাতি দেখা যাবে ডিসকভারি চ্যানেলে।


মন্তব্য
জেলার খবর