করোনা আক্রান্ত ৯ বছরের শিশুর মৃত্যু

০৯ মে ২০২১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশে এর আগে করোনায় এত কম বয়সী শিশু মারা যায়নি। তাই তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, চিকিৎসক ও বিশেষজ্ঞদের দেখতে বলেছে রামেক কর্তৃপক্ষ।

তাওহিদ  নামের এ শিশুটি  বৃহস্পতিবার (৬ মে) মারা গেলেও শনিবার (৮ মে) জানাজানি হয়।  তাওহিদ  রাজশাহী নগরীর মালদা কলোনির হুমায়ুন কবিরের ছেলে। মৃত্যুর আগে শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ দেখা দিলে ২৬ এপ্রিল নমুনা দেয় শিশুটি। ওই দিনই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। পরের দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে  বুধবার (৫ মে) তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়। তার কিডনির সমস্যা ছিল।

এমকে

 


মন্তব্য
জেলার খবর