খাঁচায় বন্দি শিশুর করুণ মৃত্যু

০৯ মে ২০২১

সিরিয়ায় ছয় বছরের এক শিশু না খেতে পেয়ে মারা গেছে। ওই শিশুর বাবা তার মেয়েকে শিকলে বেঁধে খাঁচায় বন্দি করে রাখার পর অনাহারে তার মৃত্যু হয়। শিশুটির নাম নাহলা আল-ওসমান।

সিরিয়ার ইদলিবের ফারাজ আল্লাহ ক্যাম্পে হেপাটাইটিস, অনাহার এবং তৃষ্ণায় নাহলার মৃত্যু হয়। তার বাবা তাকে শিকলে বেঁধে খাঁচা বন্দি করে রাখে।

এর আগে তাকে পিটিয়েও ছিল তার পাষণ্ড বাবা। তারপর তাকে খাবার না দিয়ে খাঁচা বন্দি করে রাখা হয়।

মিডল ইস্ট মনিটর


মন্তব্য
জেলার খবর