মন্তব্য
মাত্র ২৭ সেকেন্ডে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। আর সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেওয়ায় এই রেকর্ডের মালিক হলেন হ্যাম্পশায়ারের ২৯ বছর বয়সী বাসিন্দা সোফি বাগ।
এই তরুণী ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিন হঠাৎ করেই মাঝরাতে ঘুম ভেঙে যায় তার। অস্বস্তি বোধ হলে বাথরুমে যান। মিনিটের মধ্যেই বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে। অথচ প্রসব যন্ত্রণার বিন্দুমাত্র টের পাননি তিনি।
এদিকে, সন্তানের মাথা বেরিয়ে এসেছে ততক্ষণে। আচমকা এই অবস্থায় স্ত্রীকে দেখে বিস্মিত হন সোফির বছর ৩২ এর স্বামী ক্রিস। দাঁড়িয়ে না থেকে স্ত্রীকে প্রসব করতে সাহায্য করেন। মাত্র একবার পুশ করতেই বাবার হাতে বেরিয়ে আসে ছোট্ট 'মিলি'। কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। গোটা ঘটনাটা ২৭ সেকেন্ডের মধ্যে ঘটেছে।
জি নিউজ