নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্প মালিকদের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি অপচয় বন্ধ হবে না বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাই এ বিষয়ে উদ্যোগ নেয়ার পাশাপাশি নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শিল্প মালিকদের আস্থায় আনার।
আগামী অর্থবছরের বাজেট ঘিরে শনিবার (৮ মে) বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বিপপা’র সহায়তায় ফোরাম ফর এনার্জি রিপোর্টাস (এফইআরবি) আয়োজিত ওয়েবিনারে এ নির্দেশ দেন ।
প্রতিমন্ত্রী বলেন, চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকলেও শিল্প মালিকদের আস্থা অর্জন করা সম্ভব হয়নি এখনও। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় তারা নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গরম সামাল দিতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রও বেশি চালাতে হয়েছে। এতে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পুরাতন কেন্দ্র বন্ধ করলে সামাল দেয়া কঠিন হয়ে যাবে কি-না তা পর্যালোচনা করতে হবে। তিনি জানান, গ্যাস সংকটের কারণে অনেক ক্ষেত্রে কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। পায়রা কেন্দ্রটি চালু হলেও সঞ্চালন লাইনের অভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকার।অংশ নেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান,পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিপপা’র চেয়ারম্যান ইমরান করিম প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপপা’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোজাম্মেল হোসেন ।
এমকে