জামিন বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন

০৯ মে ২০২১

জামিন আমাদের মানবিক ও আইনগত অধিকার উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একই ধরনের একাধিক মামলায় জামিন বিষয়ে প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। শনিবার (৮ মে) রাজধানীর ধানমন্ডিতে  গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। প্রধান বিচারপতির কাছে কারাবন্দি ছাত্রদের মুক্তির জন্য দেয়া চিঠি ইস্যুতে এ সংবাদ সম্মেলন  হয়।

বিচারকদের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের বিচারকরা বিবেকবান নন। তারা অত্যাধিকভাবে সরকার নিয়ন্ত্রিত, পুলিশ নিয়ন্ত্রিত।  তিনি বলেন, আমরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। বিচারে দীর্ঘ প্রক্রিয়া সবচেয়ে বড় অত্যাচার। জাফরুল্লাহ চৌধুরী বলেন, একই ধরনের মামলা ৫টি দিয়ে রেখেছে। পাঁচটির জন্য জামিন নিতে হয়। এ জায়গায় প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। ক’দিন পরে ঈদ, ঈদের পূর্বে প্রধান বিচারপতির সাংবিধানিক শক্তির বলে এসব ছাত্রকে জামিনের ব্যবস্থা করতে বলেছি।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ড. কামাল হোসেন বলেন, ছাত্রদের জামিন দেয়া উচিৎ। জামিন একটা অধিকারের ব্যাপার। বিশেষ করে ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। তারা বিভিন্ন ইস্যু নিয়ে জনমত গঠন করে, আন্দোলন করে। সেইগুলোকে আমরা সবসময় উৎসাহিত করেছি এবং এখনো সেটা হওয়ার কথা। তিনি আরও বলেন, অতীতে নিম্ন আদালত সাহসী ভূমিকা রেখেছে, অনেক সময় তারা জামিন দিয়েছেন। উচ্চ আদালত পর্যন্ত আসতে হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমূখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর