বাড়তি খাজনা আদায় করায় জরিমানা

০৯ মে ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীর তহ বাজার আড়তে তরমুজের প্রতি কেজিতে বাড়তি খাজনা আদায় করায় আড়তদারকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে  এ আদেশ দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। জরিমানা দেয়া আড়তদার হলেন- শহিদুল ইসলাম শহিদ।

শহিদুল ইসলাম শহিদ প্রতি কেজি তরমুজে ২টাকা হারে খাজনা আদায় করার একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঘটনার সত্যতা পাওয়ায় ও সংশ্লিষ্ট আইনে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ জরিমানা করা হয়।এসময় আড়তদার শহিদ ও তার ছেলে সাব্বিরকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভিডিওটি ধারণ করেন স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ শরীফ।

এদিকে তহবাজারের একটি বেনেতি ও প্রধান সড়কের একটি ডেকোরেটর-ক্রোকারিজ দোকানে  মাস্ক না পরায় পৃথকভাবে আরো ২হাজার  টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  রাজিবুল ইসলাম খান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান তিনি।

মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর