জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘মিয়ানমারে মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য জরুরিভিত্তিতে কার্যক্রম শুরু করার সময় এখনই।’ খবর আল-জাজিরার।
মিশেল ব্যাচেলেট বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশসনস দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম সহজতর করতে জান্তা সরকারের নেতাদের বোঝানোর ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ নেয়নি। সংকটের মাত্রা অনুযায়ী এর গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায়নি। দেশটির নাগরিকরা এ সময়ের মধ্যে জীবন ও স্বাধীনতা হারানোর ক্ষেত্রে চড়া মূল্য দিয়েছেন।
মিয়ানমারে নাগরিক স্বাধীনতার জন্য যারা কাজ করছেন, তাদের সঙ্গে তার কথা হয়েছে উল্লেখ করে তিনি জানান, মানবাধিকার রক্ষার লড়াইয়ে তাদের যেন সাথে রাখা হয়, তারা সে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। তাদের এ আবেদন যেন শোনা হয় সেজন্য আমি ওই অঞ্চল, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানকে অনুরোধ করছি।
আরআই