খালি বাসা লুটের প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

০৯ মে ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম মহানগরীতে গভীর রাতে ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ ঘরের দরজা ভাঙার যাবতীয় সরঞ্জাম। রোববার (৯ মে) রাত দেড়টার দিকে নগরের  বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়কের জিরাত ফ্যাশন গার্মেন্টস এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, খালি বাসা লুটের প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।


আটকরা হলেন- নগরীর তুলাতলী সুলতান কলোনীর আলী হোসেনের ছেলে আল আমিন (২৪), ভেড়া মার্কেট এলাকার ফরিদ আলমের ছেলে রুবেল (২৩), বায়েজীদ থানা এলাকার সিরাজ মাস্টারের ছেলে কবির হোসেন (২৫),  পটিয়া থানা এলাকার মনির হোসেনের ছেলে শশি ওরফে বাদশা (২১) এবং বাকলিয়া তক্তারপুল এলাকার লাল মিয়ার ছেলে শরিফ (২৪) ওরফে কালাইয়াকে। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৭ থেকে ৮টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল- বাকলিয়ার থানার ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি ডাকাতদল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরা হয় তাদের।

বাকলিয়া পুলিশের ওসি মুহাম্মদ রুহুল আমীন জানান, আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চ্যাপ্টা লোহার চাপাতি, স্টিল ও প্লাস্টিকের টিপ ছোরা, প্লাস, লোহার রড, লোহার কোরাবারী। তিনি বলেন, ‘লকডাউন’ থাকায় শহরের অনেকেই ঈদের অনেক আগেই শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। আর এ সুযোগটা কাজে লাগানোর জন্য ২ থেকে ৩ দিন ধরে তারা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। যে বাসার লাইট ২/৩ দিন ধরে বন্ধ, সেই বাসায় কেউ নেই ধরে নিয়েই সেখানে ডাকাতির টার্গেট করে তারা। পাশাপাশি যেসব  বাসার গেট বাইরে থেকে তালা দেয়া, সেসব বাসায়ও টার্গেটে থাকে তাদের।


দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর