দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে অডিটর আটক

০৯ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি
হ্যাকিংয়ের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূর্বাঞ্চল রেলের হিসাব বিভাগের জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। অর্থ আত্মসাতের এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি রেলওয়ে নিরাপত্তা জেনারেলের চৌকিতে আরএনবি’র হেফাজতে রয়েছেন। শনিবার (৮ মে) রাতে তাকে আটক করা হয়।

জানা গেছে, ২০২০ সালের শুরু থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন হাতিয়ে নেন ফয়সাল। বিষয়টি নজরে আসলে শনিবার ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ৫০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।


রেলওয়ের কর্মকর্তারা বলছেন, আইভাস সিস্টেমের প্রশিক্ষণ নিতে তাকেসহ কয়েকজন কর্মকর্তাকে সরকারিভাবে ট্রেনিংয়ে পাঠানো হয়। সেখানে গিয়ে হ্যাকিংয়ের ধারণা পান ফয়সাল। পরে সেটাকে কাজে লাগিয়ে নিজের নামে একাধিক একাউন্ট খোলেন তিনি। এরপর সেই অ্যাকাউন্টে প্রতি মাসে কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা হ্যাক করে নিজের অ্যাকাউন্টে সরাতেন। এভাবে গত সেপ্টেম্বর থেকে টাকা সরাতে শুরু করেন ফয়সাল। রেল কর্মকর্তারা আরো জানান, আইভাস সিস্টেম হলো রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ডিজিটালে দেয়ার পদ্ধতি। গত বছরে এ সিস্টেম চালু করা হয়।


দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর