মন্তব্য
নড়াইল সংবাদদাতা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলের অসহায় ও দুস্থদের মাঝে ৭০০ শাড়ি ও ৩০০ লুঙ্গি বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করেন জেলা যুবলীগের নেতারা।
শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আশিষ কুমার বিশ্বাস, লোহাগড়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন প্রমুখ। ঈদের আগের রাত পর্যন্ত আরো শাড়ি-লুঙ্গি বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফরহাদ খান/এমকে