সাইবার হামলার কারণে জরুরি অবস্থা ঘোষণা

১০ মে ২০২১

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে র‌্যানসামওয়্যার সাইবার হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডার্ক সাইড নামের সাইবার-অপরাধীদের দল এই র‌্যানসামওয়্যার হামলা চালিয়েছে।

রোববার একটি বড় পাইপলাইন বন্ধ করার পর জ্বালানি ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ অব্যাহত রাখতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার।

কলোনিয়াল পাইপলাইনের মাধ্যমে দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়। যা ইস্ট কোস্টে সরবরাহ করা ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েলের ৪৫ শতাংশ।

বিবিসি ও ফিন্যানসিয়াল টাইমস


মন্তব্য
জেলার খবর