মন্তব্য
ভারতের মধ্য প্রদেশের সিংগ্রাইল জেলায় ময়নাতদন্তের জন্য খাটিয়ায় করে মেয়ের লাশ বহন করে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক পিতা। প্রায় ৭ ঘণ্টা হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন।
খাটিয়া কাঁধে বহন করে তারা সকাল ৯টায় রওয়ানা দিয়েছিলেন। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া নিতে পারেনি।
এনডিটিভি