ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের কয়েক ডজন গেরিলা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অনেক সদস্য রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট (স্থানীয় সময়) রোববার সকাল নাগাদ শাবওয়াহ প্রদেশের উসাইলান এলাকায় তাকিফিরি সন্ত্রাসেীদের এক জমায়েত লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এসব গেরিলা নিহত হন।
জেনারেল সারি আরো জানান, অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন।
নিহতদের মধ্যে বশ কয়েকজন গেরিলা কমান্ডার রয়েছেন। এছাড়া, গেরিলা ও সন্ত্রাসীদের বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয় বলেও দাবি তার।
পার্সটুডে/আরআই