মন্তব্য
ভারতের গুজরাটের বনষ্কণ্ঠ জেলার তেতোড়া গ্রামের এক গোয়ালে কভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। ‘বেদলক্ষণ পঞ্চগব্য আয়ুর্বেদ কভিড আইসোলেশন সেন্টার’ নামের এই কেন্দ্রটি রাজারাম গোশালা আশ্রমের তত্ত্বাবধানে রয়েছে।
রাজ্যটিতে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে হাসপাতালে বেডসংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে এবার এই গোয়ালে খোলা হয়েছে এই করোনা চিকিৎসা কেন্দ্র।
এখানে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধও দেওয়া হচ্ছে রোগীদের। রোগীদের আট রকম আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হচ্ছে। সেগুলি তৈরি হয়েছে গরুর দুধ, ঘি ও গোমূত্র দিয়ে। দেশি গরুর মূত্র থেকে তৈরি হচ্ছে গৌতীর্থ, কাশির চিকিৎসার ওষুধ এবং দুধ থেকে তৈরি হচ্ছে ‘চ্যবনপ্রাশ’।
সংবাদ প্রতিদিন