‘নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে, পশ্চিমাদের সাথে কোনো চুক্তি নয়’

৩০ জানুয়ারী ২০২২

ভিয়েনা সংলাপে বসার আগে শর্ত জুড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, ভিয়েনা সংলাপে পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির মূল বিষয়বস্তু হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষার সুযোগ রাখা এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেয়া। তিনি শনিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।

 

ইরানের প্রেসিডেন্ট তার দেশের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির ব্যর্থতা প্রসঙ্গে ওয়াশিংটনের স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেন, ভিয়েনা সংলাপে একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরান নিজের সদিচ্ছা প্রদর্শন করেছে। এখন এ ব্যাপারে প্রতিপক্ষগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষা করা যায় এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেয়া হয়।

 

 

টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আমেরিকাকে অবিশ্বাস করার অধিকার ইরানের রয়েছে কারণ, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই এটি নিয়ে বর্তমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

 

এ সময় দুই প্রেসিডেন্ট তেহরান ও প্যারিসের সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে কথা বলেন এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।

 

 

পার্সটুডে/আরআই


মন্তব্য
জেলার খবর