বিদেশ যাওয়ার অনুমতি পাননি খালেদা

১০ মে ২০২১

উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সংক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেনি সরকার। আইন অনুযায়ী দণ্ড মওকুফ করে তাকে বিদেশ পাঠানোর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আইনি জটিলতার এ কথা উল্লেখ করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি না দেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এ বিষয়ে একটি আবেদন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক কারণে ৪০১ ধারায় দণ্ড স্থগিত রেখে খালেদা জিয়াকে তার সুবিধা মতো চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয়েছে। তিনি বাসায় থেকে কিংবা সুবিধা মতো চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হলে তিনি এভার কেয়ার হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে তার ছোট ভাই শামীম এস্কান্দার আরেকটি আবেদন করেন বিদেশে নেওয়ার জন্য। সেটার আইনি দিকগুলো খতিয়ে দেখার জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তারা মতামত দিয়েছেন- যে ধারায় তার দণ্ড স্থগিত রেখে চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে, সেটা পুনরায় বিবেচনা করে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই।  এদিকে  খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর