লেনদেন কমেছে ১৩৪ কোটির বেশি টাকা

১০ মে ২০২১

আগের কার্যদিবসের তুলনায় রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১৩৪ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। তবে সিংহভাগ শেয়ারের দর বাড়ায়  উত্থান দেখা গেছে সব সূচকের। ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির,কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির।

এদিন লেনদেন হয় এক হাজার ৩৫২ কোটি তিন লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার। রোববার ৪৫ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮৬০টি শেয়ার দুই লাখ ২৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়।

প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৪৫ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৩০ পয়েন্ট  বেড়ে এক হাজার ২৬১ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৬৫ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন পাঁচ হাজার ৫০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৮৩ হাজার ১৬৫ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

এমকে

 


মন্তব্য
জেলার খবর