আ'লীগ নেতার হাতে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

১০ মে ২০২১

নড়াইল সংবাদদাতা

নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যার হাতে বারো বছরের এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ নির্যাতনের ভিডিও রোববার রাতে ফেসবুকে পোষ্ট করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে, এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

ভিডিওচিত্রে দেখা গেছে, ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধরসহ লাথি মারছেন। এছাড়া গালিগালাজ করেন। এ সময় অপর ব্যক্তিও ওই শিশুটিকে মারধর করেন। জানা যায়, সুপারি চুরির ঘটনাটি ঘটে বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায়।এ বিষয়ে ফোরকান মোল্যান সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। নড়াগাতীর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, নির্যাতনের বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর