মন্তব্য
বিয়ের পর থেকেই অনেকটা জনসম্মুখের আড়ালে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গণমাধ্যমেও সেভাবে কথা বলেননি। তবে এবার সংসার জীবন ও হানিমুনে কবে যাচ্ছেন সে কথা জানালেন। এফডিসিতে পাওয়া যায় তাকে। তবে কোনো শুটিং নয়। শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোট দিতে আসেন চলতি সময়ের জনপ্রিয় এ নায়িকা।
নতুন দাম্পত্য জীবন মিম জানালেন, নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন। হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। আগামী মাসেই হানিমুনে যাবো। সব সময় আমার সঙ্গে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসবো না এটা কী হয়!
আরআই