মন্তব্য
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ১০টি পদে (পিএসসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদগুলোতে পদে মোট ২৮ জনকে নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তা পূরণ সাপেক্ষে প্রার্থীরা এসব পদের জন্য আবেদন কনরত পারবেন। আগামী ১২ মে থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৭ জুন পর্যন্ত।
আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা এই http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আগামী ৭ জুন পর্যন্ত তা জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তির লিঙ্ক :
http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/f4e4887e_6ca6_44b3_8a79_01b4504b5974/(45-49)Online%20Regi%20(Higher%20Scale).pdf