দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবির) ৯২তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫ মে থেকে শুরু হয়েছে পরীক্ষার প্রবেশপত্র পূরণের কাজ। শেষ হবে ২৫ মে।
সকল তথ্যসহ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রবেশপত্র এই (http://www.ibb.org.bd/wp-content/uploads/2021/05/Exam-Notice.pdf) লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর অফিস এবং যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অফিস নেই, সেখানে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস/আঞ্চলিক প্রধান শাখা থেকে পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ৯২তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আগামী ৩০ জুলাই, ৬ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ২০২১-এ কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে http://www.ibb.org.bd এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন।